Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুরে শনি ও রবিবার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার::অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান দুই দিনের সফরে সিলেট আসছেন। শুক্রবার মাধবপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাধবপুর রূপালী ব্যাংকের উদ্বোধন করে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী কৃষি ব্যাংক সিবিএ নের্তৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে দক্ষিন সুনামগঞ্জের ডুংরিয়া বাড়িতে আসবেন। শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্যজীবিদের মধ্যে আইডি কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করবেন। পরে পাটলী ইউনিয়ন পরিষদের ডাটা বেইজ সফটওয়ার উদ্বোধনের মাধ্যমে মন্ত্রী পাটলী ইউনিয়নের দিনব্যাপী কার্যক্রম শুরু করবেন। এরপর পাটলী ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, শ্রেষ্ট স্কুল মাদ্রাসা, শ্রেষ্ট কৃষক,গুনীজন, যুব সংঘ, গনমাধ্যম প্রতিনিধি,মন্ত্রী মহোদয়ের এপিএসকে ক্রেষ্ট প্রদান ও ইউনিয়নের ভিক্ষুকদেরকে পূর্ণবাসনের অংশ হিসেবে উপকরণ প্রদান করবে । দুপুরে আলোচনাসভা ও আপ্যায়ন শেষে পাটলী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস স্থাপন,পাটলী ইউনিয়নে আইটি সেন্টার উদ্বোধন, রসুলগঞ্জ বাজারে নবনির্মিত টোলঘর উদ্বোধন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এরালিয়া বাজার পাকা রাস্তার উদ্বোধন,সাতহাল কুড়িহাল পাকা রাস্তার উদ্বোধন,কবিরপুর প্রাথমিক বিদ্যালয় রাস্তা উদ্বোধন,কবিরপুর পাঁচপাড়া রাস্তায় রতœা নদীর উপর ব্রিজ উদ্বোধন,সুলেমানপুর স্বরস্বতী নদীর উপর ব্রিজ উদ্বোধন সন্ধ্যায় পাটলী ইউনিয়নের সৌর স্ট্রিক লাইট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধন করবেন। বিকেলে তিনি সিলেট মুন্সিপাড়া মাঠে ইয়ং ব্রাদার্স ক্লাবের অভিষেক অনুষ্ঠানে যোগাদন শেষে সিলেট স্টেশনক্লাবে রোটারেন্ট ক্লাবের অভিষেক যোগদান করবেন। পরদিন রোববার সকালে তিনি সিলেট জাতীয় শিক্ষানীতি খসড়া এর উপর বিভাগীয় মতবিনিময়সভায় যোগদান করবেন। বিকেলে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মশাজান ও আলীপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে মন্ত্রী ঢাকার উদ্যোশে রওয়ানা হবেন।

Exit mobile version