Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোড়ার অভিযোগ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোড়া হয়েছিল বলে ধারণা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যাতে খুশি অস্ট্রেলিয়ান বোর্ড।

এমনিতে ঘটনাটিকে খুব বড় করে দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর আসার পর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক বিবৃতি পাঠায় তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থাপক শন ক্যারল বলেন, “গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসের একটি জানালা ভেঙে যায়। ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে, তদের সঙ্গে কথা বলছে দলের নিরাপত্তা কর্মীরা। ধারণা করা হচ্ছে, ছোট কোন নুড়ি বা পাথর থেকে ভেঙেছে।”

“বাংলাদেশের কর্তৃপক্ষ ঘটনা গুরুত্ব সহকারে নিয়েছে এবং পথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

নিরাপত্তা বাড়ানোর প্রমাণ মিলেছে মঙ্গলবার সকালে দল মাঠে আসার সময়। পথে ছিল আগের দিনের চেয়ে আরও বেশি কড়াকড়ি।

বিসিবি ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি। বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে পরে জানাবে বোর্ড।

Exit mobile version