Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আওয়ামীলীগের সন্মেলনে শেখ হাসিনা আবারও সভাপতি নির্বাচিত নতুন চমক ওবায়দুল কাদের সেক্রেটারী

বিশেষ প্রতিনিধি:: উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের সন্মেলনে বহু জল্পনা কল্পনা শেষে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করা হয়েছে।
তবে সভাপতি পদে কোনো পরিবর্তন আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দলের নেতৃত্ব দিচ্ছেন।
কাউন্সিলের দ্বিতীয় দিনে শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করলে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন।
সভাপতি পদে আর কোনো নাম প্রস্তাব না আসায় দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়।
এনিয়ে তিনি অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন।
শেখ হাসিনা দেশে ফিরে আসার পর ১৯৮১ সালে দলের নেতৃত্ব গ্রহণ করেন।
তবে শেখ হাসিনা এবার নেতৃত্বের পদ ছেড়ে দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু নেতারা তাকেই দলের নেতৃত্বে দেখতে চেয়েছেন।
দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এই পদেও আর কোনো নামের প্রস্তাব না আসায় মি. কাদেরকে নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
বিলুপ্ত কমিটিতে ওবায়দুল কাদের ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য।
সাধারণ সম্পাদক পদে জল্পনা কল্পনার মধ্যেই কাউন্সিল শুরুর আগে ওবায়দুল কাদের সাংবাদিকেদের বলেছিলেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে।
তার নাম ঘোষণার মধ্য দিয়ে অবশেষে সেই চাঁদ উঠেছে।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকেও নেতৃত্বে দেখতে চেয়েছিলেন দলের নেতাকর্মীরা।
কিন্তু শেষ পর্যন্ত তাকে নেতৃত্বে আনা হয়নি।

Exit mobile version