Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আগামীকাল ইভিএমের কেন্দ্র সংখ্যা জানাবে ইসি

জগন্নাথপুর২৪ ডেস্ক:: একাদশ সংসদ নির্বাচনে কয়টি ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহার হবে, সে সিদ্ধান্ত জানানো আগামীকাল শনিবার জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তবে এটি ব্যবহারের সিদ্ধান্ত থেকে ইসি সরে আসবে না বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, ব্যালটে ভোট দেয়ার ‘ঝামেলা’ দূর করার পদ্ধতি হিসেবে ইভিএমকে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বেছে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সিইসি বলেন, ইভিএমের সিদ্ধান্ত থেকে সরে আসবে না ইসি। তবে কতটি ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সে সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল শনিবার।

Exit mobile version