Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজো চুড়ান্ত হয়নি জগন্নাথপুরের সাত ইউনিয়নে বিএনপির প্রার্থী তালিকা

স্টাফ রিপোর্টার:; আজো চুড়ান্ত হয়নি জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নে বিএনপির প্রার্থী তালিকা। নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় অফিসে অপেক্ষা করে রাত একটা অবধি কোন সুরাহা পাননি। বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে উপজেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহীন রাত সোয়া একটায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা আশা করেছিলাম আজ আমাদের উপজেলার সাত ইউনিয়নের চুড়ান্ত প্রার্থী তালিকা পাব। কেন্দ্রীয় অফিসে যুগ্ম মহাসচিব শাহজাহান এর সাথে রাতে আমাদের আলোচনা হয়। তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে কথা বলে রাতেই আমাদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও রাত সোয়া একটায় কোন সিদ্ধান্ত জানাতে পারেননি। আজ রবিবার হয়তো সিদ্ধান্ত হবে। উল্লেখ্য জগন্নাপুর উপজেলা বিএনপির পক্ষথেকে সাতটি ইউনিয়নে ধানের শীষের জন্য তৃণমুল থেকে নাম পাঠানো হলে চারদলীয় জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম থেকে সাবেক সংসদ সদস্য ভাগ বসাতে দুটি ইউনিয়নে প্রার্থী দিতে তৎপরতা চালান। এনিয়ে বিএনপি ও জমিয়ত কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে প্রার্থীতা নিয়ে মতবিরোধ দেখা দিলে কোন সিদ্ধান্ত পৌঁছতে না পারায় সাতটি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীতা আটকে যায়। এদিকে শাহীনুর পাশার তৎপরতায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোব্দ হয়ে বিএনপি থেকে প্রার্থী দিতে গতকাল পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া বাজারে জনসভা করে জোর দাবি জানিয়েছেন। অপর একটি সূত্র্র জানিয়েছেন জমিয়ত থেকে কোন দুটি ইউনিয়নে কাকে প্রার্থী করবেন এনিয়ে সিদ্ধান্তে পৌঁছতে না পেরে সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী সময়ক্ষেপন করছেন। যে কারণে প্রার্থীরা মাঠে আসতে পারছেন না। নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন।

Exit mobile version