Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজ জগন্নাথপুরের হাওরডুবির বর্ষপূর্তি আশা নিরাশায় এবারো দুলছে কৃষকের ভাগ্য

স্টাফ রিপোর্টার:; ১এপ্রিল জগন্নাথপুর উপজেলার বৈশারভাঙ্গা বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে। তারপর টানাবৃষ্টি ও অকাল বন্যায় একে একে সবকটি বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় জগন্নাথপুর উপজেলার নলুয়া,মইয়া,পিংলাসহ ছোটবড় সবকটি হাওরের বোরো ফসল। সেই সাথে যেতে থাকে জেলার সবকটি হাওরের ফসল। এপ্রিলমাস জুড়ে হাওর এলাকায় ছিল ফসল হারানো হাহাকার। তারপর শুরু হয় গণ আন্দোলন। পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারদের বিরুদ্ধে রাজপথে নামেন কৃষকরা। কৃষকদের পক্ষে সুনামগঞ্জে গড়ে উঠে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও নামের একটি সংগঠন । তাদের তৎপরতার কথা জেলাবাসী আজো মনে রেখেছেন। সেই ধারাবাহিকতায় এসংগঠন এখনো চালিয়ে যাচ্ছে সাংগঠনিক কাযক্রম। যার প্রেক্ষিতে ঠিকাদারী প্রথা বাতিল করে আবারো হাওরের ফসল রক্ষায় পিআইসি প্রথা চালু হয়। নীতিমালতে আসে পরিবর্তন। তারপর কৃষকরা গত বছরের দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে শুরু করেন বোরো আবাদ। জগন্নাথপুরে ২২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৯২টি ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। গত কয়েক বছরের তুলনায় বরাদ্দ কয়েকগুন সে তোলনায় কাজের মানবৃদ্ধি পেয়েছে। তারপরও কিছু কিছু বাঁধে পানি উন্নয়ণ বোর্ডের নীতিমালা অনুযায়ী এখনো কাজ শেষ হয়নি। এরই মধ্যে গত তিনদিন ধরে চলছে টানা বর্ষণ। কিছু কিছু বাঁধের মাটি ধস নামে,দেখা দেয় ফাটল। কৃষকরা আবারো আতঙ্খিত হয়ে পড়েন। ঘুম হারাম হয়ে যায়। তারপরও কৃষকরা স্বপ্ন দেখেন এবার কষ্ঠার্জিত ফসল ঘরে তুলবেন। গত দুই বছরের ফসল হারানোর দুঃখ ঘুচবে তাদের। একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল পরিবারগুলো আবারো জেগে উঠবে নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে। প্রকৃতি অনুকুলে থাকলে খুব দ্রুত ধান কাটা শুরু হয়ে যাবে।

Exit mobile version