Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আতংকে কর্মকর্তা শূন্য সুনামগঞ্জ পাউবো

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ পাউবো অফিসে আতংক বিরাজ করছে। সোমবার দুপুর ১২ টায় গিয়ে দেখা গেছে পাউবো অফিসে ২ জন উপ-সহকারী প্রকৌশলী ও ২-৩ জন কর্মচারী ছাড়া আর কেউ নেই। যারা অফিসে আছেন তারাও আতংকে আছেন। অফিসে বর্তমানে থাকা ৪ জন এসডি’র ১ জন এবং ১০ জন উপ-সহকারী প্রকৌশলী ৮ জন দুদকের মামলায় পড়ে পলাতক থাকলেও অন্যরাও রয়েছেন আতংকে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে ভেতরের একটি ছোট কক্ষে ঢুকে গেলেন ২ জন উপ-সহকারী প্রকৌশলীও।
হাওর রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন, সিলেট সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, সিলেট উত্তর পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী দিপক রঞ্জন দাস, খলিলুর রহমান, সেকশন কর্মকর্তা মো. শহিদুল্লা, ইব্রাহিম খলিল উল্লাহ্ খান, খন্দকার আলী রেজা,
মো রফিকুল ইসলাম, মো. শাহ আলম, মো. বরকত উল্লাহ ভুঁইয়া, মো. মাহমুদুল করিম, মো. মোসাদ্দেক, সজীব পাল ও মো. জাহাঙ্গীর হোসেন এবং ৪৬ জন ঠিকাদার আসামী হয়েছেন।
কর্মকর্তাদের মধ্যে ১১ জন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। এই ১১ জনের মধ্যে নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে দুদক। অন্যরা পলাতক।
এই অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী অনিক সাহা, লিংকন সরকার ও রঞ্জন কুমার দাস মামলার আসামী না হলেও তারা অফিসে আসছেন না। অফিসের উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস ও ইমরান হোসেন সোমবার অফিসে আসলেও তাদের নির্ধারিত কক্ষে বসেননি। দুপুর ১২ টায় অফিসে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে এরা দু’জন ভেতরের একটি কক্ষে চলে যান। গণ-মাধ্যম কর্মীদের সামনে আসেননি তারা।
অফিসে থাকা উর্ধ্বতন হিসাব সহকারী মো. দেলোয়ার হোসেন বলেন,‘অনেকেই ঈদের ছুটিতে রয়েছেন। এখনো আসেননি। অন্যদিকে, দুদকের মামলার প্রভাবও পড়েছে অফিসে।’
উপ-বিভাগীয় প্রকৌশলী লিংকন সরকার ও অনিক সাহা’র মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।
উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন সরকার বললেন,‘আমি অফিসে গিয়েছি, পরে বেতন তোলার জন্য ব্যাংকে এসেছিলাম।’
নির্বাহী প্রকৌশলী আবু বারেক সিদ্দিক ভুইয়া অফিসে আতংক বিরাজ করার সত্যতা স্বীকার করে বলেন,‘আমি ঢাকায় ডিজি অফিসে এসেছি, হাওর রক্ষা বাঁধের একটি প্রকল্প নতুন করে বর্ধিতকরণ হচ্ছে। লাইভলিহুড প্রকল্পেরও কাজ হবে। এই অবস্থায় সুনামগঞ্জ অফিসের ১০ জন উপ-সহকারী প্রকৌশলীর ৮ জন দুদকের মামলায় আসামী হওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন। ১ জন উপ-বিভাগীয় প্রকৌশলীও মামলার আসামী হওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন। অন্য যারা আছেন, তাদের মধ্যেও উপ-বিভাগীয় প্রকৌশলী লিংকন সরকার, অনিক সাহা ফোন-ই ধরছেন না। বিষয়টি প্রধান প্রকৌশলীকেও জানিয়েছি আমি।’

Exit mobile version