Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আনন্দ নিয়ে আসুক ঈদ- অধ্যক্ষ মো.আব্দুল মতিন

একমাস সিয়াম;দুঃখ,ব্যাধি,সসীম সামর্থ্যের অসীম চাওয়া শেষে ধনী- গরীব নির্বিশেষে সবার ঘরে নতুন চাঁদের সাথে আসে অতুলনীয় ঈদ আনন্দ।
কর্মজীবি মানুষ পথে পথে বিড়ম্বনা শেষে; প্রিয় জনের সান্নিধ্যে ভুলে যান সবকিছু । সকল ধর্মের,বর্ণের মানুষের মধ্যে সুখ ভাগাভাগির বিরল চেতনা; দৃশ্য- অদৃশ্য বিভেদ ভুলিয়ে দেয়ার সক্ষমতা নিয়ে আসে ঈদ । শৈশবের নতুন কাপড়- জুতোর আনন্দ নতুন করে উপভোগ করেন বয়স্করা ও। ঘর- গৃহস্থালিতে নারীদের অসম্ভব ব্যস্ততা প্রিয়জন, আত্মীয়-স্বজনদের আথিতেয়তার প্রস্তুতি নিয়ে।দেশে- দেশে ঈদ হলেও ঈদের আনন্দ সমান। তবু, হারানো স্বজনদের অনুপস্থিতি ঈদে অজান্তে মনে নিয়ে আসে অব্যক্ত বেদনা। সন্তান কে নতুন কাপড়ে সাজিয়ে ঈদগাহে চলার পথে স্মৃতি নিয়ে মনে হাজির হোন হারিয়ে যাওয়া শৈশবের ভরসার বাবা ; ঘরে ফিরে নতুন কাপড়ের আঁচলে মন খুঁজে ধরিত্রির মতে সর্বংসহা হারিয়ে যাওয়া মা। যারা মা-বাবা কে ঈদে পান তাঁদের ঈদ আনন্দের তুলনা হয়না। অভাবের যন্ত্রণার বিষে ও সন্তানদের নতুন কাপড়ের বায়না পুরনের সক্ষমতায় অভাবী মা- বাবার বস্ত্রহীন হাসির মাঝেও কী পবিত্র ঈদের আনন্দ! এ আনন্দ স্বর্গীয়।
সবার ঘরে আনন্দ নিয়ে আসুক ঈদ ।
সবাইকে ঈদের অশেষ শুভেচ্ছা ; ঈদ মুবারক।

লেখক: শিক্ষাবিদ,প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়,জগন্নাথপুর,সুনামগঞ্জ।

Exit mobile version