Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের দুই চিকিৎসকের গবেষণাপত্র

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন (ডব্লিউপিএ) এর ২১তম আন্তর্জাতিক কংগ্রেস ও সায়েন্টিফিক সেমিনারে বাংলাদেশের দুই চিকিৎসকের গবেষণাপত্র উপস্থাপন হয়েছে। চারদিন ব্যাপী ওই সেমিনার বৃহস্পতিবার শেষ হয়।

সেমিনারে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনাম  ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সহকারী অধ্যাপক ডা. সাইফুননাহার সুমির দুটি গবেষণা পত্রে প্রেসেন্টেশন হচ্ছে। তারা দুজনেই আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন ফেলো ও মেম্বার।

ডা. সাইফুননাহার এর গবেষণার বিষয়বস্তু বিবাহিত নারীদের সেক্সুয়াল ডিসওর্ডার সম্পর্কিত এবং ডা. সাঈদ এনাম এর গবেষণার বিষয়বস্তু ‘স্ট্রোক পরবর্তী ডিপ্রেশন ও মানসিক সমস্যা’ এবং সাথে একটি ‘একটি কেইস হিস্ট্রি’।

মুক্তিযুদ্ধের সময় মাথায় বুলেট বিদ্ধ হন বাংলাদেশের এক নারী। সেই বুলেট নিয়ে তিনি দীর্ঘ ৫০ বছর ধরে বেঁচে আছেন।

ব্রেইনের ভেতর বুলেট থাকায় সৃষ্ট মানসিক সমস্যা নিয়ে ডা. সাঈদ এনামের কেইস স্টাডি’টি লিখিত।

উল্লেখ্য, গত এপ্রিলে দীর্ঘদিন যাবৎ মাথাব্যাথা ও ভুলে যাওয়া সমস্যা নিয়ে ডা. সাঈদ এনামের চেম্বারে এক নারী মুক্তিযোদ্ধা আসেন। রোগী আসেন। পরীক্ষায় নারী মুক্তিযোদ্ধার মাথার ব্রেইনের ভিতর একটি বুলেটের অস্তিত্ব পান ডা. সাঈদ এনাম।

সুত্র যুগান্তর

 

Exit mobile version