Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আবারো সাবস্টেশনে পানি, জগন্নাথপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফেরা নিয়ে অনিশ্চিত

স্টাফ রিপোর্টার::

আবারো সিলেটের বন্যা পরিস্থিতি অবনতির কারণে একটি বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে। কখন বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে তা নিশ্চিত করতে পারছেন না সংশ্লিষ্টরা।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী ( বিদ্যুৎ) আজিজুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটে ফের বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি সঞ্চালন লাইনের আগমনী সিলেটের বরইকান্দি উপকেন্দ্রের বিদ্যুতের সাবস্টেশন বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। তিনি জানান, প্রথম দফায় বন্যা পরিস্থিতির সময় সাবস্টেশন এলাকায় বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছিল। এবার সেই বাঁধ উপচে পানি প্রবেশ করছে। আমরা চেষ্টা করছি, বিদ্যুৎ সরবরাহের। তবে এ মুর্হুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না কখন বিদ্যুৎ সচল হতে পারে।

Exit mobile version