Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আবার ও ইনিংস হারের উপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ

এনাম উদ্দিন:: কিংস্টোন: ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে আবার ও ভারতের কাছে ইনিংস হারের পথে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কল্যাণে চতুর্থ দিন পার করা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পরাজয় এড়ানের জন্য এখনো প্রয়োজন ২৫৬ রান। ভারতের দরকার বাকি ছয়টি উইকেট।
এর আগে তৃতীয় দিনে লোকেশ রাহুল এবং অজিঙ্কা রাহানের জোড়া সেঞ্চুরিতে ভারত নয় উইকেটে ৫০০ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। চতুর্থ দিনের খেলা স্থানীয় সময় সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয় প্রায় ১ ঘণ্টা পর। কিন্তু এরপর থেমে থেমে হানা দেয় বৃষ্টি। সারা দিনে ওয়েস্ট ইন্ডিজ খেলে মাত্র ১৫.৫।
ভারতের হয়ে মোহাম্মাদ সামি ২৫ রান দিয়ে ২টি এবং ইশান্ত শর্মা ও অমিত মিশ্র একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ৪র্থ দিন/ দ্বিতীয় ইনিংস ৪৮/৪ ( ব্রাথওয়েট ২৩, চান্ডিকা ১,ব্রাভো ২০, স্যামুয়েলস ০, ব্ল্যাকউড ৩*)
ভারত প্রথম ইনিংস ৯ উইকেটে ৫০০ (ডিক্লে) : (লোকেশ রাহুল ১৫৮, অজিঙ্কা রাহানে ১০৮*; ওয়েস্ট ইন্ডিজে রস্টন চেজ ৫টি উইকেট)

Exit mobile version