Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আব্দুল মতিনের কবিতা- উটপাখি

উটপাখি

আব্দুল মতিন

লোকটির অবশেষে মনে হলো সে উট পাখি।
বালিয়াড়ির গর্তে ঝড় থেকে বাঁচার ব্যর্থ চেষ্টার
উট পাখি।
স্বাধীন মনে উড়ার ডানা থাকলেও সে উড়তে পারেনা।
অক্ষম ডানার পাখি।ভালবাসার নীড় থেকে নড়তে গিয়ে পড়তে যাওয়া পাখি ছানা।
একটু পর কোন সর্প ভক্ষণে ঝাপটার স্মৃতি ও মুছে যাবে গাছের নীচে।
আপন জনের সলিল সমাধিরপর বেঁচে থাকা
ইবনে খালদুন সে।
নির্জনগুহায় কষ্ট ভুলার জ্ঞান সাধনা। গবেষণায় রচিত ‘অাল মুকাদ্দিমা’।
রোদ?
সেতো বাদলধারার ইঙ্গিত। কখনো কালবৈশাখী গল্পের শিরোনাম। ধ্বংসের প্রচন্ডতা নিয়ে ধেয়ে অাসা বাতাস, ঘুর্ণিঝড়,টর্নেডো।
ভরসার ঘর ; বালিয়াড়ির গর্ত। ভেঙ্গে যাবেনাতো?
মানুষ? সেতো উঠ পাখিই।

Exit mobile version