Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা, হারলেই বিদায়

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আর্জেন্টিনা দল আক্রমণভাগের তারকার ভরপুর। দলে আছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। আলবেসেলেস্তেদের আছে নিজস্ব ফুটবল সংস্কৃতি। আছে খেলার নিজস্ব ধরণ। অথচ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’র শুরুর দুই ম্যাচে আর্জেন্টিনাকে প্রত্যাশার তুলনায় বড্ড বিবর্ণ দেখা গেছে।

আজ মঙ্গলবার রাত ১২টায় আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার লজ্জা এড়ানোর ম্যাচে সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার মুখোমুখি হবে। আর এ ম্যাচে মেসি এবং আর্জেন্টিনাকে চেনা ছন্দে দেখা যাবে বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক কোচ বিলসা।

আর্জেন্টাইন কোচ বিলসা ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশটির কোচের দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনা ডাগ আউটে দাঁড়িয়েছেন ৬৮ ম্যাচে। তার মধ্যে ৪২ ম্যাচে জয় পেয়েছে তার দল। তবে ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা বিদায় নেয় তার অধীনে। এরপর বিলসা অবশ্য চিলি, অ্যাথলেটিকো বিলবাও এবং মার্সেইয়ের দায়িত্ব পালন করেছেন।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ খেলা নিয়ে বিলসা বলেন, ‘আমার মনে হচ্ছে মঙ্গলবার ম্যাচ থেকেই আর্জেন্টিনাকে তাদের সেরা ছন্দে দেখা যাবে। আমি মনে প্রাণে আর্জেন্টিনা দলের ফুটবলারদের দক্ষতায় বিশ্বাস করি। বিশেষ করে দলের নেতা মেসির ওপর আমার বিশেষ আস্থা আছে। আমার মনে হয় সামনের ম্যাচে সে সবার সামনে থেকে নেতৃত্ব দেবে।’

আর্জেন্টিনা তাদের প্রথম দুই ম্যাচে আইসল্যান্ড এবং নাইজেরিয়ার বিপক্ষে ভালো খেলতে পারেনি। ওই দুই ম্যাচ আর্জেন্টিনাকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন দেশটির সাবেক এই কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই ম্যাচের খারাপ পারফর্মে তারা উজ্জীবিত হয়ে উঠবে। তারা ওই দুই ম্যাচকে ইতিবাচকভাবে নেবে। আমি সমর্থকদের আশ্বস্ত করছি আর্জেন্টিনাকে তারা নাইজেরিয়ার বিপক্ষে চেনা রূপে দেখতে পাবে।’

Exit mobile version