Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আলোচিত রাজন হত্যা মামলার রায় আজ

সিলেট প্রতিনিধি:: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় দেয়া হবে আজ রবিবার। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা যুক্তিতর্ক শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। এদিকে নিহত রাজনের বাবা শেখ আজিজুল ইসলাম ও মা লুবনা বেগম তাদের শিশু সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুততম সময়ে রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে চুরির অপবাদে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ অাগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই মামলার বিচার শুরু হয়। ১ অক্টোবর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তা ১৮ অক্টোবর শেষ হয়। মামলার ১৩ আসামির মধ্যে দু’জন পলাতক ও ১১ জন কারাগারে রয়েছেন।

মামলার প্রধান আসামি কামরুল ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- মুহিত আলম, আলী হায়দার, শামীম আহমদ, পাভেল আহমদ, ময়না চৌকিদার, রহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।

ঘটনার পর সৌদি আরবে পালিয়ে যাওয়া মামলার প্রধান আসামি কামরুলকে গত ১৫ অক্টোবর দেশে ফিরিয়ে আনা হয়।

Exit mobile version