Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়নি-ইউএনও মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানীর বিরুদ্ধে আনীত নারী ইউপি সদস্যর অভিযোগের সত্যতা প্রমানিত হয়নি। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবিষয়ে অনুষ্ঠিত সভায় এর সত্যতা মিলেনি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও নারী সদস্যর মধ্যে পরিষদের কার্যক্রম নিয়ে তৃতীয়পক্ষের উসকানিতে কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে তা নিরসন হয়। তবে চেয়ারম্যান ও নারী সদস্যদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দায়েরকৃত কোন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ আশারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিষদের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি করতে একটি মহল মিথ্যা বানোয়াট নানা অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নিব। আশারকান্দি ইউনিয়নের ৭,৮,৯নং নারী ইউপি সদস্য সেলিনা বেগম জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি নেই। অহেতুক একটি মহল চেয়ারম্যান ও আমাকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে। তিনি অভিযোগ করে বলেন,কিছু গনমাধ্যম মিথ্যা বানোয়াট খবর ছাপিয়ে সামাজিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য নারী ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ এনেছেন উল্লেখ করে ইউএনও বরাবরে অভিযোগ করেছেন বলে কিছু অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

Exit mobile version