Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আশা জাগিয়া উঠল লাখো প্রাণে, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে কাজ শুরু

স্টাফ রির্পোটার : জগন্নাথপুর উপজেলাবাসীর প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটিতে সংস্কার কাজ না হওয়ায় চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে উপজেলার লাখো মানুষ । গত রোববার থেকে সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, জগন্নাথপুরবাসী বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সরসারি যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে ওই সড়ক দিয়ে। সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি অংশ পর্যন্ত ছোট বড় অসংখ্যা গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন কোন সংস্কার কাজ না হওয়ায় দিন দিন রাস্তার পিচ উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কদিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রী বকুল গোপ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গুরুত্বপূর্ণ ওই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অবশেষে সড়কটিতে সংস্কার কাজ শুরু হওয়ায় উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সরকার উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর-কেউনবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। রোববার থেকে সড়কে পিঠ ভেঙ্গে রাস্তায় ইটের খোয়া ফেলা হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ- রশিদপুর সড়কে নির্মান কাজে দুই কোটি ২২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। সড়কটিতে এখন সংস্কার কাজ চলছে।

Exit mobile version