Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আশির দশকের ছাত্র নেতাকে বন্ধু মহলের সংবর্ধনা

সিলেট প্রতিনিধি:: দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এক কঠিন সময়ে ৫ জানুয়ারী জীবনের ঝুকি নিয়ে নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতন্ত্রকে সুসংহত করেছি। বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাছিনার নেত্রীত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসাবে সীকৃতি লাভ করেছে। মহান মুক্তি যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে। আশির দশকের সাবেক ছাত্র নেতা দি এইডেড হাই স্কুলের প্রক্তন ছাত্র জগন্নাথ বিশ্ব বিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র নেতা নবীগঞ্জ-বাহুবল হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য আব্দুল মুমিন চৌধুরী বাবু সিলেটে আশির দশকের ছাত্র নেতৃবৃন্দ তার সহপাঠি বন্ধু মহল কর্তৃক আয়োজিত সংবর্ধিত অতিথির বক্তব্যে এ কথা বলেন। মদন মোহন কলেজ ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মহনগর জাসদের সাহিত্য সাংসৃতিক সম্পাদক শাফলা শিল্পীগোষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে সিলেট জেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহানগর জাসদের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় জাতীয় পার্টির কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু আরও বলেন দেশে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র রাজনীতির অতীত ইতিহাস দেশের গণতান্ত্রিক আন্দোলনের মাইল ফলক হয়ে রয়েছে। আমাদের সময়ের মেধাবী ছাত্র নেতারা দেশ পরিচালনায় গুরুত্ব পূর্ন ভূমিকা রাখছেন। দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বের বুকে আজ বাংলাদেশ প্রধান মন্ত্রীর শেখ হাছিনার নেতৃত্বে প্রতিষ্টা লাভ করছে। প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৫ আগষ্টের ঘাতকদের বিচার ও ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ন হচ্ছে। আমি গর্ববোধ করছি আমার সহপাঠি জাতীয় সংসদের সদস্য আব্দুল মমিন চৌধুরী বাবু আজ সংসদে দেশের উন্নয়নে আইন প্রনয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুল হক, আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটি এম হাসান জেবুল, অধ্যাপক মোঃ শাহজাহান চেয়ারম্যান, য্ক্তুরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিস, বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মোঃ আসাদুজ্জামান, জনতা ব্যাংক এর এজি এম আব্দুল ওয়াদুদ, দয়ামীর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদ, সিলেট ল: কলেজের সাবেক ভিপি বিশিষ্ট আইনজীবি মোস্তাফা শাহীন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি এডভোকেট আশিক আলী, বিশিষ্ট সমাজসেবী জনাব সৈয়দ দরবেশ আলী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সাংবাদিক আহমেদ শামসুদ্দিন কুটি, জালালাবাদ গ্যাস কর্মকর্তা উস্তার আলী, প্রবাসী কমিউনিটি নেতা কবি সুহেল চৌধুরী স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ.ম. আলী নূর রশিদ, এডভোকেট আব্দুল হাশীম তাপাদার ডাঃ নজরুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ আলমগীর আহমদ, আহসান হাবীব আনছার, গোলাম রব্বানী জুনু, সৈয়দ জামাল আহমদ, ফারুক আহমদ এলাহী, শাহ জাহান চৌধুরী সাজনু, শাহা কুতুব উদ্দিন, আব্দুল মুমেন, মুজিবুল হক, কায়কুবাদ টিপু, জাবীর আহমদ, সালেহ আহমদ, মোঃ আব্দুল জলিল মাস্টার, সুরুজ আলী, ভজেন্দ্র কুমার দাস, মাসুক মিয়া, ডাঃ দীলিপ কুমার চন্দ্র, মাহমুদ সুলতান, আলতাপ হোসেন, ফয়জুল রশিদ, ডাঃ বিজিত পাল, হাসানুজ্জমান খান মুর্শেদ প্রমুখ। সভায় সাবেক ছাত্র নেতাদের নিয়ে দেশের উন্নয়নে নিজ নিজ এলাকায় ভুমিকা রাখার জন্য আহবান জানানো হয়।

Exit mobile version