Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইংল্যান্ডে অভিবাসীদের নিয়ে সংঘর্ষ অাহত ১২

অামিনুল হক ওয়েছ:: ইংল্যান্ডের কেন্ট শহরের ডোভারে এন্টিইমিগ্রেশন এবং এন্টি ফ্যাসিস্ট ক্যাম্পেইনারদের পরস্পর বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার। এ সময় বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
নতুন করে ইংল্যান্ডে আর কোনো ইমিগ্র্যান্টকে প্রবেশের সুযোগ না দিতে এবং ইংল্যান্ডে ইমিগ্র্যানন্টদের স্বাগত জানানোর আহ্বান জানিয়ে র‍্যালি করে সমাবেশ করার উদ্দেশ্যে যাচ্ছিল এন্টি ফ্যাসিষ্ট ক্যাম্পেইনাররা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ দুইপক্ষের মাঝখানে দেয়াল সৃষ্টি করে পরস্পর বিরোধী ক্যাম্পেইনারদের পৃথক করে রাখে।
অনুমতি ছাড়া সমাবেশের অভিযোগে ৮ জনকে আটক করে পুলিশ। এছাড়াও গত জানুয়ারির র‍্যালির সময় সংঘর্ষে সংশ্লিষ্ট সন্দেহে ৩ জন, বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ডোভারের এমপি চ্যার্লি এলফিক। তিনি টুইটারে জানান, এন্টি ফ্যাসিষ্ট ক্যাম্পেইনারদের গো এওয়ে বলে কমেন্ট করেন। একই সময় অপর এক টুইটার বার্তায় তিনি বলেন, ফ্যাসিষ্টরা এখন পোর্টের দিকে মার্চ করছে। র‍্যালি চলার সময় ডোভারে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেয় পুলিশ।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি ডোভারে একই ধরনের ক্যাম্পেইন হয়েছিল।

Exit mobile version