Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউএনওদের জন্য কেনা হচ্ছে ৯৪ লাখ টাকা দামের পাজেরো

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রশাসনিক কর্মকাণ্ডে গতি বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। তাদের জন্য স্পোর্টস কিউ এক্স ব্যান্ডের পাজেরো জিপ ক্রয় করা হবে।

এ দফায় ৫০টি পাজেরো কেনা হবে। প্রতিটি গাড়ির দাম পড়বে ৯৪ লাখ টাকা। এতে ব্যয় হবে ৪৭ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি ক্রয় করবে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, এর আগেও ইউএনওদের জন্য দুই দফায় ১৫০টি দামি পাজেরো ক্রয়ের দরপ্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা যায়, পুরাতন জিপগুলোর আয়ুষ্কাল শেষ হওয়ায় তা মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করলে কাজের গতি ব্যহত হবে। তাছাড়া, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করলে অনেক সময় লাগবে। এসব বিবেচনায় রাষ্ট্রের জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আরও ৫০টি পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। ট্যাক্স ও ভ্যাটসহ প্রতিটি গাড়ির দাম পড়বে ৯৪ লাখ টাকা। সে হিসাবে ৫০টির মূল্য দাঁড়াবে ৪৭ কোটি টাকা।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপনে একটি প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩৬৯ কোটি ১৪ লাখ টাকা। এ ছাড়া জরুরি প্রয়োজনে পাঁচ বছরে ১৫ লাখ পার্সোনালাইজড ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট মোটর ড্রাইভিং লাইসেন্স ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ১৮ কোটি ৯০ লাখ টাকা। মহেশখালী, মাতারবাড়ী এবং বাঁশখালী এলাকায় নির্মিতব্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহের জন্য একটি ট্রান্সমিশন লাইন স্থাপনের দর প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও বৈঠকে চট্টগ্রামে রেলের পরিত্যক্ত জমিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ শয্যার মেডিকেল কলেজ স্থাপনে একটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নির্মাণে ব্যয় হবে ৪৮৬ কোটি টাকা। ছয় একর জায়গার মধ্যে নতুন এই হাসপাতালটি নির্মাণ করা হবে।

সমকাল

Exit mobile version