Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউক্রেনের ড্রোনে পুড়ল রাশিয়ার তেল শোধনাগার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিয়ার আফিপস্কি শহরে ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইউক্রেনের ড্রোন হামলায় আফিপস্কি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কান্দ্রাতিয়েভ। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় বলে জানান গভর্নর।

চলতি মাসেই এ অঞ্চলের আরেকটি শোধনাগারে বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের শহর শেবেকিনোতে আর্টিলারি হামলায় একজন আহত হয়েছেন। এ হামলার জন্যও কিয়েভকে দায়ী করেছেন বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ।

রাশিয়ার অভ্যন্তরে এসব হামলা কারা করছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি গার্ডিয়ান। তবে সম্প্রতি বেশ কয়েকটি হামলার জন্য কিয়েভকে দায়ী  করেছে ক্রেমলিন।

এর আগে গতকাল মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলা চালিয়েছিল কিয়েভ। হামলায় অন্তত দুজন আহত হন।

মস্কোতে হামলার বিষয়টি জেলেনস্কি প্রশাসন স্বীকার না করলেও মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এসব হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে।

Exit mobile version