Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউরোপের পর এবার বেলজিয়ামেও করেনার নতুন ধরন শনাক্ত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে শনাক্ত হয়েছে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। শুক্রবার বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রোকি।

তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি করোনার টিকা নেয়নি। বিদেশ থেকে ফেরার পর তার শনাক্ত পরীক্ষা হয়। এতে তার দেহে নতুন ভ্যারিয়েন্ট ই.১.১.৫২৯ এর উপস্থিতি পাওয়া গেছে। গত ২২ নভেম্বর তার করোনা পজিটিভ আসে এবং আর আগে তিনি সংক্রমিত হননি।
বেলজিয়ামের শীর্ষ ভাইরাসবিদ মার্ক ভ্যান র‌্যান্সট এক টুইটে জানিয়েছেন, গত ১১ নভেম্বর ওই ব্যক্তি মিশর থেকে ফিরেছিলেন।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ই.১.১.৫২৯ নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট। দেশটিতে সংক্রমণ দ্রুত বাড়ার পেছনে দায়ী এই ভ্যারিয়েন্টটি। এটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। ইতোমধ্যে ইসরায়েল ও হংকংয়ের দুই ব্যক্তির মধ্যে নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে পূর্ব সতর্কতা হিসেবে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কিংবা আরোপের পথে রয়েছে। সূত্র : এএফপি

Exit mobile version