Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউরোপে জিহাদী নেটওয়ার্ক লক্ষ্য করে অভিযান : ইউকে থেকে ৪ জন গ্রেফতার

যুক্তরাজ্য প্রতিনিধি:;ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত সন্দেহভাজন জিহাদীদের নেটওয়ার্ক লক্ষ্য করে বিশেষ অভিযান শুরু হয়েছে। ইউরোপিয়ান এরেস্ট অর্ডার নিয়ে ইটালি, বৃটেন এবং নরওয়েতে ১৭ জন সন্দেহভাজন জিহাদীর সন্ধানে যৌথভাবে বিশেষ অভিযানে নেমেছে এসব দেশের সন্ত্রাস বিরোধী পুলিশের বিশেষ টিম। সন্দেহভাজনদের মধ্যে ৭ জন ইতালিতে, ৪ জন বৃটেনে এবং ৩ জন নরওয়ে পুলিশ হেফাজতে ছিলেন। ধারণা করা হচ্ছে তারা সম্প্রতি সিরিয়া বা ইরাক ঘুরে এসেছেন।
এদিকে এ অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে ইউকের বিভিন্ন ঠিকানা থেকে সন্দেহভাজন ৪জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে ইতালি এবং নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিট জড়িত ছিল। অভিযানে ইউকের হ্যাম্বশায়ার, ডারবিশায়ার, সাউথ ইয়র্কশায়ার এবং ওয়েস্ট মিডল্যান্ডসের অফিসাররাও সঙ্গে ছিলেন। ইতালির একটি সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে ইউরোপিয়ান কোর্ট অর্ডার নিয়ে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ বছর বয়স্ক হালের একজন, ৩২ বছর বয়স্ক ডারর্বি, ৩৩ বছর বয়স্ক বার্মিংহ্যামের এবং ৫২ বছর বয়স্ক শেফিল্ডের একজন রয়েছেন। গ্রেফতারকৃতদের ওয়েস্টমিনষ্টার ম্যাজিষ্ট্রেইট কোর্টে হাজির করার কথা রয়েছে। তবে কবে হাজির করা হবে সে ব্যাপারে কিছু নিশ্চিত করেনি পুলিশ।

Exit mobile version