স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার বিকেলে উৎসবমুখর আয়োজনে ইকড়ছই ফুটবল একাডেমির উদ্যোগে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ক্রিড়াপ্রেমি শায়েখ আহমেদ ও জুয়েল হোসেন।
স্বাগত বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা আকমল হোসেন ভূঁইয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমেদ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও উপদেষ্টা, কৃতি ফুটবলার আবুল হোসেন, উপদেষ্টা সাবুল আহমদ, সাবেক সভাপতি সুহিন আহমদ (দুদু), সাবেক সাধারণ সম্পাদক নাজির মিয়া, ফেয়ার ফেইস জগন্নাথপুর স্থায়ী কমিটির সভাপতি এম. শামিম আহমেদ, ফেয়ার ফেইস সভাপতি সাইফুর রহমান (মিনহাজ), ফুটবল এসোসিয়েশন পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক সামিনুর রহমান, উপজেলা মাদকবিরোধী আন্দোলনের নেতা সারোয়ার হোসেন লিমান ভূঁইয়া, সিনিয়র সদস্য আকলুছ মিয়া ও ক্রীড়া সম্পাদক সাদিক মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ক্রিড়াপ্রেমি সুয়েব মিয়া, গুলজার মিয়া, রুমন আহমদ, শহিদুর রহমান, শুভন আহমেদ ভূঁইয়া, কাম্পা শফিউল, হৃদয়, জাহিনুর, ইমন, এনামুল হক, শামিম আহমদ, বিল্লালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম আবাহনী ও বর্তমানে হবিগঞ্জ জেলা ফুটবল দলের প্রধান কোচ আজিজুর রহমান আজিজ।