Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইঞ্জিনিয়ারিং কলেজে ভবনে তালা দিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সঠিক সময়ে ফলাফল প্রকাশ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে কলেজের রেজিস্টার মো. সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ওই ভবনে অবরুদ্ধ রয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। বিকেল সোয়া ৩ টায় এই প্রতিবেদন লিখা পর্যন্ত ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে-স্লোগানে নিজেদের অভিযোগ ও দাবি তুলে ধরছেন।

প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তপক্ষ তাদের কাছ থেকে ফি আদায় করলেও ছাত্রাবাস-কলেজের উন্নয়ন নেই, পরিবহন সেবার নামে ফি নিলেও নেই কোন পরিবহন ব্যবস্থা। তাছাড়া ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ‘দাবি দাওয়া নিয়ে কলেজের ছাত্ররা বিক্ষোভ করছে। আমাদের টিম ঘটনাস্থল ঘুরে এসেছে। এ ব্যাপারে অধ্যক্ষের সাথেও কথা হয়েছে। বিষয়টি তারা সমাধানের চেষ্ঠা করছেন বলেও জানিয়েছেন অধ্যক্ষ।’

Exit mobile version