Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইনাতগঞ্জ বিএনপির বর্ধিত সভায় হট্রগোল চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ হয়নি

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার আসন্ন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইনাতগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ধিত সভা তোমুল হট্রগোলের মাধ্যমে কোন সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়,গতকাল বুধবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদকে সামনে রেখে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির একক প্রার্থী নির্ধারণ করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের নাম ঘোষণা করেন। তারা হলেন,বর্তমান চেয়ারম্যান ও ইনাতগঞ্জ বিএনপি সাবেক সাধারন সম্পাদক আব্দুল বাতেন,বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি আফিল উদ্দিন,বিএনপি নেতা রেজাউল করিম কাপ্তান,বিএনপি নেতা নজমুল ইসলাম অনুপস্তিত তেকে অন্য এক নেতার মাধ্যমে নাম প্রস্তাব করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে অসন্তোষ লক্ষ করা যায়। উপস্থিত প্রার্থীরা আলোচনায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এক পর্যায়ে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে দু’ নেতার মধ্যে উত্তেজনা ও সভায় হট্রগোলের সৃষ্টি হয়। পরে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যস্থ্যতায় পরিস্থিতি শান্ত হলেও একক প্রার্থী বাছাইয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সভায় উপজেলা,জেলা ও কেন্দ্রের সিদ্ধান্তনুযায়ী যাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই সবাই কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

Exit mobile version