Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহতের সংখ্যা ৬০০ এরও বেশি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এ খবর দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ রিখটার স্কেলের। সাত সেকেন্ড ধরে এটির কম্পন অনুভূত হয়।

মাজেনে শহরে ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূকম্পনের উৎপত্তি। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপটিতে। গুঁড়িয়ে গেছে অনেক ঘরবাড়ি।

মামুজু শহর থেকে আরিয়ানতো নামে এক উদ্ধারকর্মী জানান, সেখানে একটি হাসপাতাল ধসে পড়েছে। রোগী এবং স্বাস্থ্যকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

শহরটিতে মারা গেছেন অন্তত ২৬ জন। বাকি আটজন মারা গেছেন পশ্চিম সুলাওয়েসির অন্যান্য এলাকায়। অন্তত ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে মামুজুর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী রহমান বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আছে।

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।

ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকায় অনেক ভবন পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেক মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, পশ্চিম সুলাওয়েসি প্রশাসনের একটি অফিসও মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে।

সড়কে ফাটল দেখা দেওয়ায় উদ্ধারকর্মীদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

কয়েক ঘণ্টা আগে একই এলাকায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Exit mobile version