Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইভ্যালির রাসেল দম্পতি, ১০ দিনের রিমান্ডের আবেদন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
এর আগে আজ সকালে র‌্যাব সদর দপ্তরে রাসেল দম্পতিকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এরপর তাদের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। সেখান থেকে তাদের আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এ দম্পতিকে গ্রেফতার করা হয়।

গত বুধবার আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।

Exit mobile version