1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইরাক-আফগানিস্তানে বর্বর হত্যাযজ্ঞের বর্ণনা দিলেন ব্রিটিশ স্পেশাল বাহিনীর সদস্যরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:

ইরাক-আফগানিস্তানে বর্বর হত্যাযজ্ঞের বর্ণনা দিলেন ব্রিটিশ স্পেশাল বাহিনীর সদস্যরা

  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বছরের পর বছর ধরে চলা নীরবতা ভেঙে যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর প্রাক্তন সদস্যরা বিবিসি প্যানোরামা প্রোগ্রামে ইরাক ও আফগানিস্তানে নিজেদের সহকর্মীদের সংঘটিত যুদ্ধাপরাধের বিবরণ দিয়েছেন।

প্রথমবারের মতো জনসমক্ষে তাদের বক্তব্য পেশ করে প্রবীণ সেনারা বর্ণনা করেছেন, বিশেষ বাহিনী এসএএস (SAS)-এর সদস্যরা ঘুমের মধ্যে নিরস্ত্র মানুষকে হত্যা করতে এবং শিশুসহ হাতকড়া পরা বন্দীদের হত্যা করতে দেখেছেন।

আফগানিস্তানে ‘SAS’-তে কাজ করা একজন প্রবীণ সৈনিক স্মরণ করে বলেন, ‘তারা একটি ছোট ছেলেকে হাতকড়া পরিয়ে গুলি করে। সে স্পষ্টতই একটি শিশু ছিল, এমনকি যুদ্ধের বয়সের কাছাকাছিও ছিল না।’

‘আটককৃতদের হত্যা নিয়মিত হয়ে দাঁড়িয়েছিল। তারা কাউকে তল্লাশি করত, হাতকড়া পরিয়ে দিত, তারপর গুলি করত। তারপর মানুষকে আটকানোর জন্য ব্যবহৃত প্লাস্টিকের হাতকড়া কেটে ফেলত এবং শরীরের পাশে একটি পিস্তল রেখে দিত।’

ব্রিটিশ সেনাদের নতুন সাক্ষ্যের মধ্যে, এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধাপরাধ করার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। রয়্যাল নেভির অভিজাত স্পেশাল ফোর্সেস রেজিমেন্ট ‘এসবিএস’ (SBS) প্রথমবারের মতো সবচেয়ে গুরুতর অভিযোগে জড়িয়েছে – নিরস্ত্র ও আহত মানুষের হত্যা।

এসবিএস-এ কর্মরত একজন প্রবীণ সৈনিক বলেছেন, কিছু সৈন্যের মধ্যে ‘জনতার মানসিকতা’ ছিল। অভিযানের সময় তাদের আচরণ ছিল ‘বর্বর’।

প্রবীণ সৈনিক বলছিলেন, ‘আমি দেখেছি সবচেয়ে শান্ত ছেলেদেরও পরিবর্তন হতে, গুরুতর মনোরোগের বৈশিষ্ট্য দেখাতে। তারা আইনহীন ছিল। তারা অস্পৃশ্য বোধ করত।’

যুক্তরাজ্য দাবি করে, তালেবান যোদ্ধা এবং বোমা প্রস্তুতকারকদের হাত থেকে ব্রিটিশ সেনাদের রক্ষা করার জন্য আফগানিস্তানে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এই সংঘাত ছিল মারাত্মক – ৪৫৭ জন প্রাণ হারান এবং আরও হাজার হাজার আহত হন।

বিবিসি নতুন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সম্পর্কে জানতে চাইলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কথিত যুদ্ধাপরাধের বিষয়ে চলমান জনসাধারণের তদন্তকে সমর্থন করার জন্য তারা ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’। তারা প্রাসঙ্গিক তথ্যসহ সকল প্রবীণ সৈনিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এবং বলেছে, তদন্তের আওতাধীন হতে পারে এমন ‘অভিযোগের পওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য করা উপযুক্ত নয়’।

প্রত্যক্ষদর্শীদের নতুন সাক্ষ্যগুলো ইউকে স্পেশাল ফোর্সেস (ইউকেএসএফ)-এর প্রাক্তন সদস্যদের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া হত্যাকাণ্ডের সবচেয়ে বিস্তারিত বিবরণ। যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সাথে বা তার সাথে কাজ করা ৩০ জনেরও বেশি ব্যক্তি এই সাক্ষ্য দিয়েছেন।

বিবিসির প্রোগ্রাম প্যানোরামা প্রথমবারের মতো প্রকাশ করে যে, তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বারবার সতর্ক করা হয়েছিল, ব্রিটিশ বিশেষ বাহিনী আফগানিস্তানে বেসামরিক লোকদের হত্যা করছে।

বিশেষ বাহিনীর অভিযানের সময় নীরবতা পালনের কারণে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, ইরাক এবং আফগানিস্তানে অভিযানের সময় দেশের সবচেয়ে অভিজাত রেজিমেন্টগুলো নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের আইন ভঙ্গ করছে।

কেননা আইনগুলোতে বলা হয়েছে, এই ধরনের অভিযানে কেবল তখনই মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা যেতে পারে, যখন তারা ব্রিটিশ সেনা বা অন্যদের জীবনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু SAS এবং SBS-এর সদস্যরা তাদের নিজস্ব নিয়ম তৈরি করছিলেন বলে প্রত্যক্ষদর্শী সহকর্মীদের মত।

SAS-এর সাথে কাজ করা একজন প্রবীণ সৈনিক বলেন, ‘যদি তালিকায় আগে দুই বা তিনবার কোনো লক্ষ্যবস্তু উঠে আসত, তাহলে আমরা তাদের হত্যা করার উদ্দেশ্যেই ঢুকে পড়তাম, তাদের ধরার কোনো চেষ্টাও করা হয়নি। কখনও কখনও আমরা লক্ষ্যবস্তু শনাক্ত করেছি কি না তা পরীক্ষা করতাম, তাদের পরিচয় নিশ্চিত করতাম, তারপর তাদের গুলি করতাম। প্রায়শই স্কোয়াড্রন সেখানে যে সমস্ত লোককে পেত তাদের হত্যা করত।’

SAS-তে কর্মরত একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, হত্যা ‘একটি আসক্তিকর কাজ’ হয়ে উঠতে পারে এবং অভিজাত রেজিমেন্টের কিছু সদস্য আফগানিস্তানে ‘এই অনুভূতিতে মাতাল’ ছিলেন। সহকর্মীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকে মানসিক রোগী খুনি ছিল’।

তিনি বলেন, ‘কিছু অভিযানে, সৈন্যরা গেস্টহাউসের মতো ভবনে ঢুকে সেখানে থাকা সবাইকে হত্যা করত। তারা ভেতরে ঢুকে সেখানে ঘুমন্ত সকলকে, প্রবেশপথে গুলি করত। ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করা ন্যায়সঙ্গত নয়।’

এসবিএস-এ কর্মরত একজন প্রবীণ সৈনিক বিবিসিকে বলেন, ‘কোনো এলাকা নিয়ন্ত্রণে আনার পর, আক্রমণকারী দলগুলো এলাকাটি ঘুরে দেখত, মাটিতে থাকা যে কাউকে গুলি করত, মৃতদেহ পরীক্ষা করত এবং জীবিত থাকা যে কাউকে হত্যা করত। এটা প্রত্যাশিত ছিল, লুকানো ছিল না। সবাই জানত।’

ইচ্ছাকৃতভাবে আহত ব্যক্তিদের হত্যা করা, যারা হুমকি নয়, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হবে। কিন্তু এসবিএসের এই প্রবীণ সদস্য বিবিসি প্যানোরামাকে বলেন, আহত ব্যক্তিদের নিয়মিতভাবে হত্যা করা হয়।

তিনি একটি অপারেশনের বর্ণনা দিয়েছেন, যেখানে একজন চিকিৎসক গুলিবিদ্ধ হলেও শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকা একজন ব্যক্তির চিকিৎসা করছিলেন। তিনি বলেন, ‘তারপর আমাদের একজন লোক তার কাছে যায়। একটি বিস্ফোরণের শব্দ হয়। তার মাথায় খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল।’

সেনাদের সাক্ষ্য অনুসারে, হামলাকারী দলের জুনিয়র সদস্যদের সিনিয়ররা ‘পুরুষ বন্দীদের হত্যা করতে’ নানাভাবে ‘কটূক্তিমূলক নির্দেশ’ও ব্যবহার করে।

আটককৃতরা হলেন আত্মসমর্পণকারী। তবে ব্রিটিশ বিশেষ বাহিনী আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বেসামরিক নাগরিক বা যুদ্ধবন্দীদের হত্যা করে।

একজন প্রাক্তন SAS সদস্য ইরাকে একটি অভিযানের কথা জানান, যেখানে একজনকে হত্যা করা হয়েছিল। সেটি স্মরণ করে তিনি বলেন, ‘আমি যা জানতে পেরেছি তা থেকে এটা বেশ স্পষ্ট, সে কোনো হুমকি ছিল না, সে সশস্ত্র ছিল না। এটা লজ্জাজনক। এতে কোনো পেশাদারিত্ব নেই।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের সঠিক তদন্তও কখনো করা হয়নি।’ SAS প্রবীণ ব্যক্তির মতে, রেজিমেন্টটি আফগানিস্তানে যাওয়ার অনেক আগেই সমস্যাটি ছিল এবং ঊর্ধ্বতন কমান্ডাররাও এসব সম্পর্কে অবগত ছিলেন।

২০০৬ সালে ইরাকে SAS অভিযান থেকে বিবিসি যে সাক্ষ্য এবং নতুন ভিডিও প্রমাণ পেয়েছে, তা প্যানোরামার পূর্ববর্তী প্রতিবেদনের তথ্যগুলোকে সমর্থন করে যে, SAS স্কোয়াড্রনরা ‘একে অপরের সাথে প্রতিযোগিতা করার জন্য নিহতদের সংখ্যা গণনা করতো’।

সূত্র বিবিসিকে জানিয়েছে, SAS-এর কিছু সদস্য তাদের নিজস্ব হত্যাযজ্ঞের তালিকার ব্যক্তিগত হিসাব রেখে দিত এবং একজন সদস্য ছয় মাসের আফগানিস্তান সফরে ব্যক্তিগতভাবে কয়েক ডজন লোককে হত্যা করেছিল। প্রাক্তন সেনা বলেন, ‘মনে হচ্ছিল যেন সে প্রতিটি অভিযানে খুন করার চেষ্টা করছিল, প্রতি রাতেই কেউ না কেউ মারা যেত। সে কুখ্যাত ছিল, তাকে সত্যিই একজন মনোরোগী বলে মনে হচ্ছিল।’

সূত্রের খবর অনুযায়ী, SAS-এর ভেতরে সদস্যদের একজন আহত আফগান ব্যক্তির গলা কেটে ফেলেন, যখন একজন অফিসার ওই আফগানকে গুলি করছিল। প্রবীণ SAS সহকর্মী বলেন, ‘কারণ সে আহত ব্যক্তিকে তার ছুরি দিয়ে শেষ করে দিতে চেয়েছিল। সে তার ছুরি রক্তাক্ত করতে চেয়েছিল।’

একজন অভিজ্ঞ সৈনিকের সাক্ষ্য অনুসারে, অভিযুক্ত অপরাধ সম্পর্কে জ্ঞান কেবল ছোট দল বা পৃথক স্কোয়াড্রনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সেস কমান্ড কাঠামোর মধ্যে, সবাই জানত কী ঘটছে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত দায়িত্ব থেকে সরে যাচ্ছি না, কিন্তু সবাই জানত। যা ঘটছিল তার জন্য অন্তর্নিহিত অনুমোদন ছিল।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের তদন্ত এড়াতে SAS এবং SBS-এর সদস্যরা মৃতদের দেহের উপর তথাকথিত ‘অস্ত্র ফেলে রাখত’, যাতে ঘটনাস্থলে তোলা ছবিতে মনে হয় তারা সশস্ত্র ছিল।

প্রতিবেদনগুলো ছিল ‘কল্পকাহিনী’

সাক্ষ্য অনুসারে, ব্রিটিশ অফিসাররা অভিযান-পরবর্তী প্রতিবেদনগুলোকে জাল করতে সাহায্য করে, যাতে ঘটনাস্থলে আক্রমণকারী দলের কর্মকাণ্ডের তদন্ত এড়ানো যায়।

একজন প্রবীণ সৈনিক বলেন, ‘আমরা বুঝতে পেরেছি কীভাবে গুরুতর ঘটনার পর্যালোচনা লিখতে হয়, যাতে তারা সামরিক পুলিশের কাছে রেফারেল না করে।’

ইউকেএসএফ’র আরেকজন প্রবীণ সদস্য বলেন, প্রতিবেদনগুলো ‘একটি কাল্পনিক’ বিষয়।

জাল কাগজপত্র রয়্যাল মিলিটারি পুলিশের তদন্ত রোধ করতে সাহায্য করতে পারে, কিন্তু ব্রিটিশ বিশেষ বাহিনীর অভিযান আফগান কমান্ডার এবং আফগান সরকারি কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে।

ডেভিড ক্যামেরন – যিনি ২০১০ সালের জুন থেকে ২০১৩ সালের নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে সাতবার আফগানিস্তান সফর করেছিলেন, যে সময়কালটি এখন SAS পাবলিক তদন্তের অধীনে রয়েছে। সে সময় ক্যামেরনকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বারবার উদ্বেগের কথা অবহিত করেছিলেন। আফগানিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. রঙিন দাদফার স্পান্তা প্যানোরামাকে বলেন, কারজাই এই বিষয়টি ধারাবাহিকভাবে বারবার উল্লেখ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ অন্যান্য অনেক দেশের মতো, যুক্তরাজ্যের অভিজাত বিশেষ বাহিনী রেজিমেন্টের উপর কোনো সংসদীয় তত্ত্বাবধান নেই। তাদের কর্মকাণ্ডের কৌশলগত দায়িত্ব শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর, প্রতিরক্ষা সচিব এবং বিশেষ বাহিনীর প্রধানের উপর বর্তায়।

সশস্ত্র বাহিনীতে কর্মরতদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং বিচারের জন্য দায়িত্বপ্রাপ্ত সার্ভিস প্রসিকিউশনের প্রাক্তন পরিচালক ব্রুস হোল্ডার কেসি প্যানোরামাকে বলেন, তিনি আশা করেন যে, পাবলিক তদন্ত ব্রিটিশ বিশেষ বাহিনীর অভিযানে বেসামরিক হতাহতের অভিযোগ সম্পর্কে লর্ড ক্যামেরনের ‘জ্ঞানের পরিমাণ পরীক্ষা করবে’। তিনি বলেন, ‘তোমাকে জানতে হবে পচন কতদূর পর্যন্ত বেড়েছে।’ তথ্যসূত্র: বিবিসি

সৌজন্যে ইত্তেফাক

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com