Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইরানে ভূমিকম্পে নিহত ৫, আহত ১২০

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ১২০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২:২০ মিনিটের দিকে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। এ খবর দিয়েছে আরব নিউজ ও সিএনএন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি পূর্ব আজারবাইজানের হাশত্রুদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এতে একাধিক ছোট গ্রাম ধ্বংস হয়ে গেছে বলে জানায় ইরানের আধা-রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ইরান ভূমিকম্পপ্রবণ আরবীয় ও ইউরেশীয় প্লেটের প্রধান চ্যুতি রেখার মাঝখানে অবস্থিত। দেশটিতে পূর্বেও প্রাণঘাতী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত বছর ইরাক-ইরান সীমান্তে আঘাত হানা এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৩৬১ জন মানুষ।

Exit mobile version