1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৮ জুন ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

ইসলামে পুরুষ ও নারীর দায়িত্ব

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫

ইসলাম পুরুষ ও নারীকে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্বশীল করেছেন। তাদের নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসার করা হবে। হাদিসে এসেছে,

 عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ، سَمِعْتُ هَؤُلاَءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَأَحْسَبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ‏.‏

ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুল (সা.)-কে বলতে শুনেছেন, ‌‘তোমাদের সবাই দায়িত্বশীল। তোমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
একজন ইমাম দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ লোক নিজ পরিবারের দায়িত্বশীল। তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামীর ঘর ও সন্তানের ব্যাপারে দায়িত্বশীল।

তাকে তা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেবক তার মনিবের দায়িত্বশীল। তাকে তা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ বর্ণনাকারী বলেন, আমি তা রাসুল (সা.)-কে বলতে শুনেছি এবং আমার মনে হচ্ছে, রাসুল (সা.) বলেছেন, ‘পুরুষ তার পিতার সম্পদের ব্যাপারে দায়িত্বশীল।
’ (বুখারি, হাদিস : ২৫৫৪)সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com