Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইসাকপুর হাইস্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার; জগন্নাথপুর উপজেলার ইসাকপুর একতা শিক্ষানুরাগী যুব সংঘের উদ্যোগে ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা একতা সংকলনের মোড়ক উন্মোচন ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একতা শিক্ষানুরাগী যুব সংঘের সভাপতি মোহাম্মদ জাহিদ। বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন,যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী শাহ নুরুল করিম, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আলহাজ্ব আকমল খাঁন, পুলিশ কর্মকর্তা এম এ মান্নান, ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুনাহর মিয়া, সাবেক সভাপতি আছকির খান, বদরুল ইসলাম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন আনা, রাজনীতিবীদ আব্দুল তাহিদ। সিলেট ক্যামব্রিয়ান কলেজের ইংরেজি প্রভাষক নজরুল ইসলাম ও মিনার আলী ও আবু তাহেরের যৌথ সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য এম এ সুহেল, একতা শিক্ষানুরাগী য্বু সংঘের উপদেষ্ঠা মাহমুদুর রহমান, একতা শিক্ষানুরাগী যুব সংঘের সদস্য লায়েক মিয়া, রেদুয়ান আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী সেনগুপ্ত। পরে একতা সংকলনের মোড়ক উন্মোচন ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিল্পী আশিকসহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি দেশের তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে। একতা শিক্ষানুরাগী যুব সংঘ এলাকার শিক্ষার উন্নয়নে এগিয়ে এসে প্রশংসনীয় কাজ করছে। বর্তমান সরকার এসব ভালো কাজে সবসময় সহযোগীতা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেতে হবে।

Exit mobile version