Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইয়াবা ব্যাবসায়ী কাহারকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ ২১ পিচ ইয়াবাসহ কাহার মিয়া (৩০) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে। সোমবার সকাল পৌনে ৭ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এসময় পুলিশের অভিযান টের পেয়ে কামরাবন্দ গ্রামের হাজী মোঃ মোতালেবের আরেক ছেলে ইয়াবা ব্যবসায়ী ইনু মিয়া (৩০), উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আঃ শহিদের ছেলে মোঃ জাকির হোসেন (২৪), বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া (২৫),মৃত রইছ মিয়ার ছেলে আনিছ মিয়া (৩০),বাদাঘাট গ্রামের ওহাব আলীর ছেলে জুয়েল মিয়া (২৫),আতাবুর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২৮),নবী হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৭), চন্দ্রপুর গ্রামের মৃত মজু মিয়ার ছেলে মোঃ নজির হোসেন (২৩) পালিয়ে যায়। আটককৃত কাহার মিয়া পুলিশের কাছে দেয়া জবানবন্দীতে পলাতক আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে আরো জানায়,সিলেটের বালাগঞ্জ থানার অদৈতপুর গ্রামের কানাই দাসের পুত্র রাজু দাস এর কাছ থেকে তারা নিয়মিত ইয়াবা আমদানী করে থাকে। সিলেট রেলষ্টেশন এলাকার ইয়াবা ব্যাবসায়ী রাজু দাস মোবাইল ফোনে অর্ডার পেয়ে তাদেরকে সুনামগঞ্জ এসে ইয়াবার চালান দিয়ে টাকা নিয়ে সিলেটে চলে যায় বলেও জানায় আটককৃত কাহার। এ ঘটনার দায়ে ১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৯ (খ) ধারায় তাহিরপুর থানায় মামলা নং ২১ তাং ২৭/৮/২০১৮ইং দায়ের করা হয়েছে। ইয়াবা ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন,গত এক মাসেই আমরা প্রায় অর্ধ শতাধিক গাজা,মাদক ও ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে ইয়াবা ও মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় ১৪টি মামলা এফআইআর হয়েছে। ইয়াবা ব্যবসার সাথে জড়িত গডফাদার রাজু দাসকেও আমরা গ্রেফতার করবো। বাদাঘাট বাজার ও আশপাশ এলাকায় ইয়াবা ব্যাবসায়ীদের সিন্ডিকেট সক্রিয় রয়েছে উল্লেখ করে এসআই আমির উদ্দিন বলেন,বাদাঘাট ইউনিয়নের সকল ইয়াবা ব্যাবসায়ীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version