Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ই-নথি কার্যক্রমে ৪র্থ স্থানে সুনামগঞ্জ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ই-নথি বিষয়ক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ’র সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান ই-নথি বিষয়ক কার্যক্রমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জাতীয়ভাবে ৪র্থ স্থান অর্জন করেছে।
তিনি জানান, এ ক্যাটাগরীর ২৬ টি জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে (১-৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ ৪র্থ স্থান অর্জন করেছে। এজন্য তিনি সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এধারা অব্যাহত রাখার জন্য সকলকে অনুরোধ করেন।
এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ১৮তম স্থান, উপজেলা ভূমি অফিসসমূহের মধ্যে জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস ১১তম স্থান, জেলা প্রাণিসম্পদ অফিসের মধ্যে জেলা প্রাণিসম্পদ অফিস, সুনামগঞ্জ ১ম স্থান, জেলা পরিষদের মধ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ ১ম স্থান, সড়ক ও জনপথ অধিদপ্তর (জেলা কার্যালয়) ১ম স্থান, বিআরটিএ জেলা সার্কেল অফিস ১ম স্থান, জেলা সঞ্চয় অফিস ১ম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় স্থানীয় সরকার’র উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version