Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদের ছুটি শেষ হলেও জগন্নাথপুরে সরকারী দপ্তরসমূহে কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি কম

স্টাফ রিপোর্টার ::
ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে আজ সোমবার জগন্নাথপুরের সরকারী সকল অফিস খুলেছে। তবে প্রায় সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম।
সরজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে অফিসপাড়ায়।

ঈদের ছুটি শেষে সাধারণ নিয়ম অনুযায়ী আজ সকাল ৯টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় খোলা হয়। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ অফিস করেছেন।
ঈদের ছুটিয়ে রয়েছে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) শামিম আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামসু উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেচ্ছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, পিআইও কর্মকর্তা শহিদুজ্জামানসহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী। সোমবার ছুটি শেষ হলেও তাদেরকে কর্মস্থলে দেখা যায়নি। এখনও ঈদের ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও কয়েকটি সরকারী অফিস প্রধানের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। কপ্রতিবছরই ঈদের শেষে এমন দৃশ্য দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারী কর্মচারী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটির সঙ্গে অনেক কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে যাওয়ায় দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক হতে আরও দুই তিন দিন লাগবে। এর বাইরে যারা আগে ছুটি কাটিয়েছেন বা অতিরিক্ত ছুটি নেননি তাদের প্রায় সবাই অফিসের কাজে যোগ দিয়েছেন।

Exit mobile version