Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদের দ্বিতীয় দিনও চলছে কোরবানির পশু জবাই

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ইসলামের বিধান অনুযায়ী ঈদের পর তিন কোরবানি দেয়া যায়। এ জন্য ঈদুল আজহার দ্বিতীয় দিন রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে জবাই করা হচ্ছে কোরবানির পশু।

রাজধানী হাতিপুল এলাকায় মোতালেব টাওয়ারের সামনে রোববার সকালে প্রায় ২০টি গরু কোরবানি দিতে দেখা যায়।

স্থানীয় কয়েকজন জানান, ঈদের দিন যার যার বাড়িতে সবাই ব্যস্ত থাকে। আর আত্মীয়-স্বজন বেশির ভাগই আসে ঈদের দ্বিতীয় দিন। তাই ঈদের পর দিন কোরবানি দেয়া হচ্ছে।

রাজধানীর ভূতের গলি, গ্রিন রোড, সেন্ট্রাল রোড, সিআর দত্ত সড়কের বিভিন্ন জায়গায়ও পশু কোরবানি দিতে দেখা যায়।

পরিবাগে ২১ নম্বর ওয়ার্ডের ব্যানারসহ সিটি করপোরেশনের নির্ধারিত জায়গা দেয়া আছে। কিন্তু সেখানে একজনও কোরবানি দিচ্ছেন না।

এ ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী রাজ্জাক হোসেন জানান,‘নির্ধারিত স্থানে কোরবানি দিলে ময়লা ফেলতে সুবিধা হতো। রক্তের দুর্গন্ধও ছড়াতো না।

পুরান ঢাকার বেশির ভাগ এলাকায় দ্বিতীয় দিন পশু কোরবানি দিতে দেখা গেছে। বংশাল, ওয়ারী, টিকাটলী, চকবাজার, বাবুবাজার, বকশীবাজার, নাজিরা বাজার, রায়সাহেব বাজার এলাকায় রোববার সকালে কোরবানির পশু জবাই করছেন অনেকেই।

এছাড়া অভিজাত এলাকা গুলশান ও বারিধারাসহ অনেক এলাকায় আজ কোরবানি হচ্ছে।

Exit mobile version