Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উত্তর ভারতে বন্যায় মারা গেলেন ২৮জন

উত্তর ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে বন্যায় কমপক্ষে ২৮ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২২ জন।

রোববারের বৃষ্টিতে শুধু হিমাচল প্রদেশেই মারা গেছেন ২২ জন মারা গেছে এবং নয় জন আহত হয়েছে। খবর এনডিটিভির

সিমলায় ৯ জন এবং সোলানে ৫ জন মারা গেছেন। এ ছাড়া কুলু, সিরমৌর ও চম্বায় ২ জন করে এবং ওনা ও লাহৌল-স্পিতি জেলায় একজন করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

যমুনা ও অন্যান্য উপনদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে বন্যার সম্ভাবনা দেখা যাওয়ার ফলে, সরকার রোববার দেশের রাজধানীতে বন্যার সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসরত লোকদের সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে।

Exit mobile version