Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উন্নত দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করছে আওয়ামীলীগ

আল-হেলাল,: গণতান্ত্রিক অংশগ্রহন ও সংস্কার : অগ্রগতি ও অবহিতকরণ বিষয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার শহরের কাজিরপয়েন্টস্থ কমিউনিটি সেন্টারে ইউএসএইড ও ইউকেএইড এর সহযোগীতায় ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম। ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের বিভাগীয় প্রতিনিধি রাহিমা বেগমের পরিচালনায় অনুষ্টিত সংবাদ সম্মেলনে, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের নেত্রী সানজিদা নাছরিন দিনা ডায়না, শ্রমিক লীগ নেতা ফজলুল হক,কৃষক লীগ নেতা শংকর দাস,জ্যোতি দাস, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন ও বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদক দিলাল আহমদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বর্তমান নেতৃত্ব নিয়মতান্ত্রিক,আইননিষ্ট,আধূনিক,সংবেদনশীল ও অংশগ্রহনমূলক রাজনীতিকে প্রাতিষ্টানিকীকরনের উদ্দেশ্যে দলের আভ্যন্তরীন অংশগ্রহন ও সংস্কারকে অগ্রাধিকার দিয়ে নেতাকর্মী পর্যায়ে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। হাজী আবুল কালাম বলেন,স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সর্বপ্রথম বাংলাদেশে তৃণমূলের অংশগ্রহনমূলক গণতান্ত্রিক রাজনীতির দ্বারা প্রতিষ্টা করেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ উন্নত দেশ ও জাতি গঠনে বাংলাদেশ আওয়ামীলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্যে লালিত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন মানুষের আশা-আকাঙ্কাকে ধারন করে ইতিবাচক রাজনীতির জন্য কাজ করছে। উল্লেখ্য জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুটের আহবানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু তারা সাংগঠনিক প্রয়োজনে ঢাকা চলে যাওয়ায় হাজী আবুল কালামকে ঐ সংবাদ সম্মেলনে দলের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য সাংগঠনিক দায়িত্ব প্রদান করেন। হাজী আবুল কালাম জেলা আওয়ামীলীগের জেষ্ট এ দুনেতার নেতৃত্বে আগামী দিনে নারী নেতৃত্বসহ দলের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের সমন্বয়ে জেলা আওয়ামীলীগের সম্মেলন করা হবে বলেও মতপ্রকাশ করেন।

Exit mobile version