Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উন্নত দেশ গড়তে হলে মেধাবীদেরকে এগিয়ে আসতে হবে-কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ

স্টাফ রিপোর্টার::বিশিষ্ট শিক্ষাবীদ ও রাজনীতিবীদ লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ (অবঃ) বলেছেন, উন্নত দেশ গড়তে হলে সৎ মেধাবীদেরকে এগিয়ে আসতে হবে। আজকের মেধাবী ছাত্ররা আগামী দিনের দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পারন করবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, জীবন চলার পথে সব সময় সত্যের উপরে অটল থাকার পরামর্শ দেন।কর্নেল আলী আহমদ সামাজিক ঐক্য পরিষদের প্রশাংসা করে বলেন, ঐক্য বদ্ধ যুব সমাজ পারে একটি সুন্দর শুশৃঙ্খল সমাজ জাতিকে উপহার দিতে।তিনি রবিবার জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের পক্ষ থেকে উপজেলার নয়াবন্দর বাজার শাহজালাল কমিউনিটি সেন্টারে আয়োজিত এবারের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান কবি গবেষক দীনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।সমাজ সেবক শিক্ষানুরাগী হাজ্বী মোঃ সোহেল আহমদ খানঁ টুনুর পরিচালনায় অনুষ্ঠিত কৃতি ছাত্র সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নয়াবন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, সমাজসেবক শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ (রানা মিয়া), সমাজসেবক শিক্ষানুরাগী ও বিশিষ্ট ক্রীড়াবীদ শাহ মাহফুজুল করিম (মাহফুজ), কবি সৈয়দ আজমল হুসেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলার শাখার সভাপতি সৈয়দ শফিকুর রহমান, সংবাদকমী মুহাম্মদ ইয়াকুব মিয়া, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহ জগন্নাথপুর উপজেলার শাখার সেক্রেটারী মাওলানা মুহিউদ্দীন এমরান, শিক্ষক আমীরুল ইসলাম, আশারআলো কোচিং সেন্টার দক্ষিণ সুরমা, সিলেটের পরিচালক আহমদ মাসুম। নয়াবন্দর বাজার নিউ নেশন একাডেমির পরিচালক মঈনুল ইসলাম, ছাত্রনেতা বাবুল খানঁ মুন্না, ইউপি সদস্য সৈয়দ এনামুল হুসেন, সাজীর আহমদ, ছদরুল ইসলাম, দীনাজ চৈাধুরী, ফয়সল আহমদ অপু, সুজেল আহমদ, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল হক আবু, ফরিয়া রহমান জুমা প্রমুখ।

Exit mobile version