Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উৎসব আয়োজনে জগন্নাথপুরে চলছে বাসন্তী পূজা

স্টাফ রিপোর্টার:; যথাযোগ্য মর্যাদা ও বিপুল ভক্ত সমাগনের মধ্যদিয়ে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বাসন্তীপুজা উৎসাহ উদ্দীপনায় উৎযাপিত হচ্ছে।আজ মহানবমী পুজায় পুজামন্ডপে সকাল থেকে পুণ্যার্থীদেতর ভীড় ছিল। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। চলে শহীদের স্মরণে দেশের গান।সকাল থেকে নানা আয়োজন পুজামন্ডপ প্রাঙ্গন সকল ধর্মবর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়। পুজামন্ডপে দেবীর আড়ধনার পাশাপাশি রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। সর্বজনীন বাসন্তীপুজা উদযাপন কমিটির সভাপতি বিভাস দে,সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার, কোষাধ্যক্ষ রাজন দাশ জানান,প্রথমবারের মতো বাসন্তীপুজা জগন্নাথপুরবাসীর মধ্যে অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছে। সকল স্তরের মানুষের উপস্থিতি পুজাপ্রাঙ্গন উৎসবমুখর হয়ে উঠেছে। প্রতিদিন পুজার পাশাপাশি নানা আয়োজনপুজাকে উৎসবমুখর করে তুলেছে। তাঁরা জানান,আগামীকাল বিজয়াদশমীর মাধ্যমে প্রতিমা বিসর্জন শান্তিজলগ্রহন সহ নানা কর্মসূচী রয়েছে। এতে সকলের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

Exit mobile version