Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঋণগ্রস্ত শিক্ষকের জেল, বিপদে এগিয়ে এল সাবেক ছাত্ররা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদির এক শিক্ষকের বিপদের মুহূর্তে ছাত্রের এগিয়ে আসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে সাবেক ছাত্ররা। জীবনযুদ্ধে প্রয়োজনের তাগিতে এক লাখ সৌদি রিয়াল ঋণ করেন এক বয়োবৃদ্ধ প্রাথমিক শিক্ষক। কিন্তু এক পর্যায়ে নির্দিষ্ট সময়ে দেনা শোধ করা শিক্ষকের জন্য অসম্ভব হয়ে পড়ে।

এদিকে ঋণের চাপে দিনাতিপাত করতে থাকেন ওই শিক্ষক। যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কারাগারে যেতে হয় ওই শিক্ষককে। ঘটনাক্রমে জেলের দায়িত্বরত অফিসার ওই শিক্ষকের কাছে প্রাথমিক স্তরে পড়েছিলেন। জীবনযুদ্ধে হেরে যাওয়া শিক্ষককে চিনতে ভুল করেননি কারা অফিসার। দীর্ঘ ৪০ বছর আগে শিক্ষকের কাছে পড়ার স্মৃতি তাঁর মনে পড়ে।

 

শিক্ষকের এ দুরাবস্থা দেখে ওই অফিসার তার ব্যাচের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। কারাবান্দী শিক্ষকের সাবেক ছাত্রদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাঁর দেনা শোধের ব্যবস্থা করেন। অতঃপর শিক্ষক কারাগার থেকে মুক্তি পান।

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারামুক্তি উপলক্ষে শিক্ষককে স্বাগত জানাতে সাবেক ছাত্ররা সমবেত হন। প্রিয় ছাত্রদের দেখতে পেয়ে শিক্ষক আনন্দে আত্মহারা হয়ে পড়েন। কালের কণ্ঠ

Exit mobile version