Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এইচএসসি পরীক্ষার ফল আজ ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জে কথা বলবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সাথে নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করবেন। এদিকে ফলাফল ঘোষণার পুর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার শিক্ষক শিক্ষার্থীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক আইনূর আক্তার পান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এরপর বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরবেন বলে জানান শিক্ষা
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ.সাইফুল্লাহ।
বৃহস্পতিবার বেলা ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানতে পারবে। ইন্টারনেটে ফল জানতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
আটটি সাধারণ বোর্ডের ক্ষেত্রে এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আলিমের ক্ষেত্রে অষরস লিখে স্পেস দিয়ে গধফ (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের।

Exit mobile version