Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

একটি সুশিক্ষিত সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই- ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর নার্সারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। একটি সুশিক্ষিত সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিশুদের কে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এব্যাপারে শিক্ষক অভিভাবকদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জগন্নাথপুর নার্সারি স্কুলের প্রাথমিক সমাপনী পরীক্ষার সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামানা করেন। এউপলক্ েতিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরস্থ জগন্নাথপুর নার্সারি স্কুলের পঞ্চমশ্রেণীর সমাপনী ছাত্র ছাত্রীদের এক বিদায় সংবর্ধণা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নার্সারি স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু প্রমুখ আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম।

Exit mobile version