Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

একদিনে তিন লক্ষাধিক করোনা শনাক্তের রেকর্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদিনে রেকর্ড তিন লাখের বেশি করোনা শনাক্তের তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এটি একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এর আগে একদিনে শনাক্তের রেকর্ড হয়েছিল ৬ সেপ্টেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ওই দিন বিশ্বে ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। খবর বিবিসির

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছে আরও ৫ হাজার ৫০০ জন মানুষ। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জন।

নতুন করে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। গত রোববার ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৩৭২ জনের, যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৫২৩ জনের এবং ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারত এবং যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় এবং ব্রাজিলে মারা গেছে ৮৭৪ জন।

যুক্তরাষ্ট্রের পর ভারতে এখন করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন এবং মৃতের সংখ্যা ৭৮ হাজার ৫৮৬ জন।

Exit mobile version