Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

একাদশ সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৯ নভেম্বর

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ নভেম্বর (শুক্রবার) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১২টি ইসলামি দলের নেতাদের সংলাপের পর দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগামী ৯ নভেম্বর থেকে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।

সংলাপ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে প্রত্যেক দল নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছে। সংলাপে ইসলামি ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।

এদিকে, আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে- এবার দলের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে ফরম বিক্রির জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Exit mobile version