Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রির্পোটার :: জগগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা অমর ২১ ফেব্ররুয়ারী উপলক্ষে নানা কর্মসুচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। ২১ শের প্রথম প্রহরে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তর্বক অর্জনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকালে প্রভাতফেরীর মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর রোববার সকাল ১০ টায় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে শিশু-কিশোরদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় আর্টস্কুলের অধ্যক্ষ প্রনব বণিক, পরিচালক জুনায়েদ আহমদ সজল, শিক্ষিকা শিপা বেগম কুশল রায় সার্বিক তত্বাবধান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনেশ চক্রবর্তী, ইমান বদরুল ইসলাম । পরে সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Exit mobile version