Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এক নারীর প্রচেষ্টায় হাজারেরও বেশি মানুষের ইসলাম গ্রহণ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

কুলস বেলজিয়ামে বসবাসকারী এক নারী। তার মুল কাজ মানুষকে ইসলামের পথে আহ্বান করা। তার প্রচেষ্টায় গত আট বছরে ১০০০ এরেরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে।

কুলস একটা সময় ধর্ম বিশ্বাস করতেন না। কিন্তু তার কিছু ধর্মীয় বন্ধু ছিলো। যার বেশিরভাগই ছিলো হচ্ছে মুসলিম বন্ধু। তিনি তার এই মুসলিম বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এবং তিনি এখানেই থেমে থাকেননি। তিনি ইসলাম নিয়ে গবেষণাও শুরু করে দেন। ইসলাম নিয়ে গবেষণা করতে করতে তিনি একটা সময়ে ধর্ম বিষয়ে পরদর্শী হয়ে উঠেন। এর পর শুরু করেন তার দাওয়াতি কর্যক্রম।

কুলস এখন বেলজিয়ামে দাওয়াতি কর্যক্রম পরিচালনা করেন। তার এই দাওয়াতি কার্যক্রমের ফলে গত আট বছরে ১০০০ এর থেকে বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছেন।

কুলস বলেন, আমরা যারা ইসলাম নিয়ে কাজ করি তারা ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি না তাই মানুষ ইসলাম গ্রহণ করেন না। আমরা যদি আমাদের দাওয়াতি কার্যক্রমকে আরো ভালোভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে আরো বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সূত্র: টপ স্টোরিস

Exit mobile version