Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এক সপ্তাহের মধ্যেই’ নতুন পে-স্কেল কার্যকরের আদেশ -অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি:: নতুন পে-স্কেল কার্যকরের আদেশ আগামী এক সপ্তাহের মধ্যেই জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, পে-স্কেল কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজকালের মধ্যে তা অর্থমন্ত্রণালয় আসবে। এর পরই আদেশ জারি হবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।

এবারই শেষ পে-স্কেল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পরবর্তীতে নতুন করে কোনো পে-স্কেল গঠন করা হবে না। আর বাড়ানো হবে না। বেতনের গ্রেড নিয়ে শিক্ষকদের মনোমালিন্যও দূর হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বেতন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো পরবর্তী পাঁচ বছর পর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ার একটি নির্দেশনা থাকবে। দুই দফায় বাড়া বেতন কাঠামোর বাকি অংশ আগামী জুলাইয়ে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ ছাড়া গত জুলাইয়ে কার্যকর হওয়া বেতনের একাংশের টাকা কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গেই পাবেন বলেও জানান তিনি।

Exit mobile version