Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এখনও স্বামীকে ফিরে পাবার প্রত্যাশায় ইলিয়াস পত্মী লুনা

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ফিরে আসবেন- এই আশায় পথ চেয়ে বসে আছে তার পরিবার।

‘নিখোঁজ’ হওয়ার চার বছর পরও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার তিন সন্তান এমন স্বপ্নের প্রহর গুণছেন।

চার বছর আগে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (সিলেট) ইলিয়াস আলী নিজ বাসায় যাওয়ার পথে বনানী থেকে নিখোঁজ হন। তার সঙ্গে গাড়িচালক আনসারও নিখোঁজ হন।

এই দিনটি উপলক্ষে রোববার ইলিয়াস আলীর পরিবারকে সান্ত্বনা দিতে তার বনানীর বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সার্বিক খোঁজ-খবর নেন।

পরে ইলিয়াস আলীর স্ত্রী তাহাসিনা রুশদীর লুনা যুগান্তরকে বলেন, ‘এখনও আমি আমার স্বামী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা করি। যতদিন নিঃশ্বাস থাকবে, আমি তাকে ফিরে পাওয়ার আশায় থাকব।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে প্রতি মুহূর্তে তার বাবার কথা বলেন। কোথায় তার বাবা? উত্তরে আমি কোনো কথা বলতে পারি না।’

এ সময় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে আবারও সরকারের প্রতি জোর দাবি জানান লুনা।

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তার স্ত্রী।

এ ছাড়া উচ্চ আদালতে ইলিয়াসের খোঁজ চেয়ে রিটও করা হয়। স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে তার সঙ্গে দেখাও করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর পাননি।

ইলিয়াসের খোঁজ পেতে পুলিশের উদ্যোগ অব্যাহত আছে কিনা জানতে চাইলে লুনা বলেন, ‘এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।’

ইলিয়াস আলীর দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের লন্ডনে একটি কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

ছোট ছেলে লাবিব সারার এইচএসসি পাস করেছেন। একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

Exit mobile version