1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এখন দেশেই গেমিং কিবোর্ড ও মাউস তৈরি করছে ওয়ালটন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

এখন দেশেই গেমিং কিবোর্ড ও মাউস তৈরি করছে ওয়ালটন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

টেক ডেস্ক:: ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগলাইন নিয়ে এবার নিজস্ব কারখানায় গেমিং কিবোর্ড ও মাউস তৈরি শুরু করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। ঝলমলে ব্যাকলাইট, দৃষ্টিনন্দন ডিজাইন ও টেকসই কাঠামোর এই যন্ত্রাংশ দুটি নজর কাড়ছে প্রযুক্তিপ্রেমীদের।

দেখতে আকর্ষণীয় হলেও এগুলো গেম খেলার অভিজ্ঞতায় কতটা কার্যকর — সেটি ঠিক করবেন ব্যবহারকারীরা। তবে কয়েকদিনের ব্যবহার শেষে প্রাথমিক অভিজ্ঞতা জানাচ্ছি নিচে।


🔹 ডব্লিউকেজি০০৩ডব্লিউবি কিবোর্ড: এক নজরে

  • ১০৪টি বাটনের পূর্ণাঙ্গ কিবোর্ড

  • উঁচু বাটন ডিজাইন, গেমিং ও টাইপিংয়ের জন্য উপযোগী

  • বাংলা লে-আউট সুবিধা

  • টেকসই ব্রেইডেড ক্যাবল

  • রঙিন ব্যাকলাইট

  • অ্যালুমিনিয়াম ফেইস প্লেট, যা মজবুত ও আকর্ষণীয়


🔹 ডব্লিউএমজি০০৩ডব্লিউবি মাউস: এক নজরে

  • পরিবর্তনযোগ্য আরজিবি লাইটিং

  • ৬টি ফাংশনাল বাটন

  • ৮০০ থেকে ২৪০০ ডিপিআই পর্যন্ত পরিবর্তনযোগ্য সংবেদনশীলতা

  • ৪.৫ ফিট দৈর্ঘ্যের ব্রেইডেড ক্যাবল

  • মোট ওজন ১৪০ গ্রাম, যা ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণে সহায়ক

গেমিংয়ের জন্যই তৈরি—ওয়ালটনের নতুন কিবোর্ড ও মাউস

দুটি পেরিফেরালই গেমারদের চাহিদা মাথায় রেখে ডিজাইন করা। সীমিত বাজেটের মধ্যেও গেমিং ঘরানার ডিজাইন নিশ্চিত করতে ওয়ালটন করেছে সর্বোচ্চ চেষ্টা—ফলে কিবোর্ড ও মাউস উভয়ই দেখতে আধুনিক ও আকর্ষণীয়।

কিবোর্ডের বাটনগুলো তুলনামূলকভাবে উঁচু করে বসানো, যাতে কি-ট্রাভেল বেশি হয়। এতে টাইপিং বা গেমিংয়ের সময় ভুল চাপে বাটন রেজিস্টার হওয়ার সম্ভাবনা কমে আসে। থাকছে সাত রঙের ব্যাকলাইট, যা ঢেউয়ের মতো চলমান প্যাটার্নে জ্বলে—তবে ব্যবহারকারী চাইলে ব্যাকলাইট অফ করেও ব্যবহার করতে পারবেন।

মাউসের ডিজাইন নজরকাড়া, বিশেষ করে গেমারদের জন্য। রয়েছে পরিবর্তনযোগ্য ব্যাকলাইট, আর পাম গ্রিপে ধরলে আরাম নিশ্চিত করতে আঙুল রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা জায়গা। ডান পাশে রয়েছে দুটি অতিরিক্ত বাটন, যা গেমের ভেতরে তাৎক্ষণিক একশনে সহায়তা করবে।

দুটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ব্রেইডেড ক্যাবল। যাতে সহজে ছিঁড়ে না যায়।  কিবোর্ডের ফেইসপ্লেট তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ব্যবহার করে। ফলে সময়ের সঙ্গে রঙ নষ্ট হবে না।

পারফরমেন্স

গেইমিং পেরিফেরালের প্রমাণ পারফরমেন্সে। অন্তত মাউসের ক্ষেত্রে তা যথেষ্ট। সর্বোচ্চ ২৪০০ ডিপিআইতে মাউসটি ব্যবহার করা যাবে, ফলে দ্রুততম শুটার গেইম খেলতেও সমস্যা হবে না।

সাইডে প্রোগ্রামযোগ্য বাটন এবং ডিপিআই কমানো বাড়ানোর সুবিধা থাকায় এ বাজেটের অন্যান্য মাউসের চেয়ে গেইমিংয়ের জন্য এটি বেশি কার্যকরী।

কিবোর্ডটির রেসপন্স যথেষ্ট দ্রুত। প্রয়োজনে উইন্ডোজ বাটন বন্ধ করে রাখা যাবে।

এ ছাড়া একসঙ্গে অনেকগুলো বাটন ব্যবহার করার সুবিধা দেয়া হয়েছে। ফলে গেইমিংয়ের সময় সমস্যা হবে না। দীর্ঘ সময় ব্যবহারে হাতে চাপ পড়ার সম্ভাবনা নেই। প্রতিটি বাটনে বোনাস হিসেবে আছে বিজয় লে-আউট। এতে বাংলা টাইপিংয়ে সমস্যা হবে না।

এক নজরে ভালো

  • মূল্য
  • তৈরির মান
  • ডিজাইন

এক নজরে খারাপ

  • কিবোর্ডের লাইটিং স্থির রাখার উপায় নেই

মূল্য

কিবোর্ড ও মাউসের প্রতিটির মূল্য ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে রেখেছে ওয়ালটন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com