Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ বিএমপি প্রার্থী আরিফুলের

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন। সোমবার সিলেট নগরীর ১৮ নং রায়নগরস্থ রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তাঁর ভোট প্রদান করেন।এসময় আরিফুল হকের সাথে ভোট দেন তাঁর মা আমেনা বেগম, স্ত্রী শ্যামা হক ও তাঁর মেয়ে।ভোট দেওয়া শেষে সাংবাদিকদের আরিফ বলেন, “আমি গতরাতে (রোববার) শুনেছি সিলেট নগরীর দুইটি কেন্দ্রে রাতের বেলায় সিল মারা হয়েছে। তবে আমি এখনো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত।”এসময় তিনি অভিযোগ করে বলেন, “ভোট কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না।”তিনি আরো বলেন, “নির্বাচনে যদি অনিয়ম হয়, ফলাফল পাল্টে দেয়া হয়, তবে রাজপথ ছাড়বো না, প্রয়োজনে শাহাদাত বরণ করব।”সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি আরিফুল হক চৌধুরী প্রার্থী (ধানের শীষ), সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), সচেতন নাগরিক সমাজের মনোনীত প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।সিসিক নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নগরবাসীরা মনে করেন মূল লড়াই হবে নৌকা প্রতীকে নির্বাচন করা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যে।সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Exit mobile version